বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০৯:৫৯

ফের বৃহস্পতিবার শহীদ মিনারে অবস্থান নেবেন শিক্ষার্থীরা

ফের বৃহস্পতিবার শহীদ মিনারে অবস্থান নেবেন শিক্ষার্থীরা

ঢাকা :  মেডিক্যাল ভর্তি পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে ফের বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
 
বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ছাত্র অভিভাবক ঐক্য ফোরাম’র অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়।  কর্মসূচিতে বক্তব্য রাখেন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পক্ষে মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ।

তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।  আগামীকাল সকাল ৯টার পর অভিভাবক ও শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হবেন।  বৃহস্পতিবারের অবস্থান কর্মসূচি থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

খালেদ সাইফুল্লাহ বলেন, সকালে আমরা শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছিলাম।  কিন্তু পুলিশ আমাদের ওপর হামলা করেছে, শিক্ষার্থীদের গ্রেফতার করেছে।  

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।  

তিনি বলেন, শাহবাগ এলাকা থেকে আন্দোলনরত ১৬ শিক্ষার্থীকে আটক করে রমনা থানায় নিয়ে যাওয়া হয়েছে।  সেখানে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের ডিএমপি কার্যালয়ে পাঠানো হয়েছে জানান খালেদ সাইফুল্লাহ।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস করে যারা ডাক্তার হবেন, তারা দীর্ঘদিন পড়াশোনা করে ওয়েল ট্রেইনি ডাক্তার হতে পারবেন, কিন্তু ওয়েল এডুকেডেটেড ডাক্তার হতে পারবেন না।

বেশ কয়েক দিন ধরেই মেডিক্যালে ভর্তি বঞ্চিত পরীক্ষার্থীরা পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করে আসছেন।

আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।  এসময় পুলিশ ৩৫ শিক্ষার্থীকে আটক করে।

এ বিষয়ে পুলিশের বক্তব্য, সড়ক অবরোধ করায় আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে।  কিছু শিক্ষার্থীকে থানায় নেয়া হয়েছে। কাউকে আটক করা হয়নি বলে জানায় পুলিশ।

৩০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে