শনিবার, ১৩ আগস্ট, ২০১৬, ১১:১০:৩১

৭১-এ খালেদা, কেক কাটতে দেবে না ছাত্রলীগ

৭১-এ খালেদা, কেক কাটতে দেবে না ছাত্রলীগ

নিউজ ডেস্ক : আগামী ১৫ আগস্ট সোমবার ৭১-এ পা দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১৯৪৫ সালের এদিনে জন্ম নেন তিনি।  এবার জন্মদিনের প্রথম প্রহরে টানা দ্বিতীয়বারের মতো কেক কাটছেন না বিএনপি চেয়ারপারসন এমনটাই জানা গেছে।  

তবে প্রথম প্রহরে না কাটলেও দিনের কোনো না কোনো সময় দলের অঙ্গসংগঠনের তরফে কেক যে কাটবে না তা হলফ করে কেউ বলতে পারবে না।  অবশ্য ছাত্রলীগ এদিনে কেক না কাটতে ঘোষণা দিয়েছে।  যদি কেক কাটা হয় তারা প্রতিহত করবে।

প্রতিবছর ১৫ আগস্টের  প্রথম প্রহরে কেক কেটে জন্মদিন উদযাপন করলেও গতবার তা করেননি বিএনপি নেত্রী।

বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার বাবা এস্কান্দার মজুমদারের বাড়ি ফেনী হলেও তিনি দিনাজপুরে ঠিকানা নেন।  খালেদা জিয়ার জন্মও সেখানে।  তার মায়ের নাম তৈয়বা মজুমদার।
১৯৬০ সালের আগস্টে সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় খালেদার।

দলের নেতাকর্মীরা জানান, প্রথম প্রহরে কেক কাটার কোনো প্রস্তুতি বা নির্দেশনা এখনো আসেনি।  তবে খালেদা জিয়ার চেয়ে সংগঠনগুলো আগে উদ্যোগ নেয়।  এখন পর্যন্ত এ ধরনের কোনো তথ্য পাননি বলে গণমাধ্যমকে জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

গত বছর ১৫ আগস্টের প্রথম প্রহরে কেক কাটেননি বেগম জিয়া।  তবে ওই বছরের ১৫ আগস্ট শনিবার সন্ধ্যায় রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন তিনি।  এ বছরও সোমবার সন্ধ্যায় কার্যালয়েই কেক কাটতে পারেন বেগম জিয়া- এমন ধারণা নেতাকর্মীদের।

এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে জন্মদিনের কেক কাটার উৎসব আনুষ্ঠানিকভাবে পালন না করার আহ্বান ছিল গত বছরও।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ওই সময় এক অনুষ্ঠানে খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছিলেন, আপনি দয়া করে ১৫ আগস্ট আপনার জন্মদিন পালন না করে ১৬ বা ১৭ তারিখ করেন।  আপনি তো ইচ্ছা করে ১৫ তারিখ জন্মদিন পালন করেন।  ১৫ তারিখ তো আপনার জন্মদিন না।

জানা যায়, খালেদা জিয়ার সামনে কেক না কাটলেও বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনগুলো, বিশেষ করে ছাত্রদল প্রথম প্রহরে কেক কাটতে পারে। গতবারও সংগঠনটি কেক কেটেছিল।

বিএনপি চেয়ারপারসনের কেক কেটে জন্মদিন উদযাপন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবসের এক আলোচনা সভায় খালেদা জিয়াকে হুমকি দিয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিন পালন করবেন না।  যদি করেন, তবে ছাত্রলীগ নেতাকর্মীরা তা প্রতিহত করবে।'
১৩ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে