রবিবার, ১৪ আগস্ট, ২০১৬, ১২:৩৬:২৭

বিদেশী মুদ্রা প্রতারক চক্র থেকে সাবধান

বিদেশী মুদ্রা প্রতারক চক্র থেকে সাবধান

নিউজ ডেস্ক : বিদেশী মুদ্রা প্রতারক চক্র থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ফেসবুকে এক স্ট্যাটাসে এ পরামর্শ দেওয়া হয়।

ফেসবুক পোস্টে পুলিশের তরফ থেকে জানানো হয়, ‘এই চক্রের সদস্যরা বিদেশী মুদ্রা বিশেষ করে ডলার কম মূল্যে ভাঙানোর নাম করে সহজ সরল ব্যক্তিদের সাথে প্রতারণা করে। তারা মুদ্রার বান্ডেলের উপর কয়েকটি বিদেশী মুদ্রা ব্যবহার করলেও ভিতরে সব কাগজ থাকে।’

প্রথমে বিশ্বাস অর্জন করে পরের বার প্রতারণার স্বীকার হতে পারে বলে জানিয়েছে পুলিশ। তাই সবাই সাবধান করতে পুলিশা আরো জানায়, ‘বিশ্বাস অর্জন করার জন্য প্রথম এক দুইবার তারা সত্যি বিদেশী মুদ্রা প্রদান করতে পারে। পরের বার হয়তো মূল প্রতারণা করে। এজন্য এসকল চক্র থেকে সম্পূণ সাবধান থাকতে হবে। আসুন লোভকে সংবরণ করে এসব প্রতারক চক্রের হাত থেকে নিজে সাবধান হই, সবাইকে সাবধান ও সচেতন করি। ঢাকা মহানগর পুলিশ সবার মঙ্গল ও কল্যাণ কামনা করছে।’
১৪ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে