রবিবার, ১৪ আগস্ট, ২০১৬, ১০:১৬:৩৬

আজ সংবাদ সম্মেলন করে প্রচারণায় নামছেন সেই গালিব

আজ সংবাদ সম্মেলন করে প্রচারণায় নামছেন সেই গালিব

নিউজ ডেস্ক : এবার জঙ্গিবাদবিরোধী প্রচারণায় নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আহলে হাদিসের আমির ড. আসাদুল্লাহ আল-গালিব। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী সংবাদ সম্মেলন করবেন তিনি।

জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগে ২০০৫ সালে পুলিশ গ্রেফতার করেছিলেন ড. গালিব। সে সময় তার বিরুদ্ধে দায়ের করা হয় একাধিক মামলা। সাময়িক বরখাস্ত হন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেও।

আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা, বর্তমান আমীর এবং রাবি শিক্ষক আসাদুল্লাহ আল গালিবের বিরুদ্ধে জঙ্গিদের মদদদান ছাড়াও হত্যা, ব্যাংক ডাকাতি, গভীর রাতে সশস্ত্র সমর্থকদের নিয়ে হামলা, রাজশাহীতে হাদিস ফাউন্ডেশনের ভবন দখলসহ ১০টি মামলা ছিল। সেসব মামলা থেকে খালাস পেয়ে তিনি এখন মসজিদে জঙ্গিবাদবিরোধী বয়ান দিচ্ছেন।

এ ব্যাপারে আহলে হাদিসের মুখপত্র মাসিক আত-তাহরীক পত্রিকার সম্পাদক সাখাওয়াত হোসাইন বলেন, জামায়াত-বিএনপি ড. আসাদুল্লাহ আল-গালিবকে হয়রানি করার জন্য এসব মামলা দিয়েছিল। এসব মামলা থেকে তিনি খালাস পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর এখন লেখালেখি করে সময় কাটান। আজ (রবিবার)  তিনি  ঢাকায় জাতীয় প্রেসক্লাবে জঙ্গিবাদবিরোধী সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনে জঙ্গিবাদের বিভিন্ন দিক তুল ধরবেন তিনি।

জানা যায়, জেএমবির আমির আব্দুর রহমান এবং বাংলাভাইও ছিলেন আহলে হাদিস মতাদর্শী। আর সে সময় আসাদুল্লাহ গালিব ছিলেন আহলে হাদিসের আমির।
১৪ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে