রবিবার, ১৪ আগস্ট, ২০১৬, ০২:৪৮:২৯

ট্রাফিক নিয়ন্ত্রণে স্কুটি পেলেন ২২ নারী সার্জেন্ট

ট্রাফিক নিয়ন্ত্রণে স্কুটি পেলেন ২২ নারী সার্জেন্ট

নিউজ ডেস্ক : রাজধানীতে ট্রাফিক শৃঙ্ক্ষলা নিয়ন্ত্রণে ২২ নারী সার্জেন্টকে স্কুটি (এক ধরনের মোটরসাইকেল) দেওয়া হয়েছে। রবিবার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া তাদের হাতে এই মোটরসাইকেল তুলে দেন।

ডিএমপি’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রবিবার থেকে মহানগরীতে ট্রাফিক শৃঙ্ক্ষলা নিয়ন্ত্রণে নারী সার্জেন্টরা স্কুটি ব্যবহার করবেন। ইতোমধ্যে তাদের এ বিষয়ে ১৫ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘প্রাথমিক পর্যায়ে ২২ নারী সার্জেন্ট এ স্কুটি ব্যবহার করবেন এবং রাজধানীর বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করবেন। যেখানে নারী সার্জেন্ট প্রয়োজন পড়বে, সেখানে এই স্কুটি ব্যবহার করে নারী সার্জেন্টরা দ্রুত পৌঁছাতে পারবেন। এর মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নারীবান্ধব ও শিশুবান্ধব সেবার মান আরও বেগবান হবে। বিশ্বের বিভিন্ন দেশে ট্রাফিক ব্যবস্থায় স্কুটি ব্যবহার করা হয়। বাংলাদেশে প্রথমবারের মতো স্কুটি ব্যবহার শুরু হলো।’
১৪ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে