রবিবার, ১৪ আগস্ট, ২০১৬, ০৩:৫৩:১৩

বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী জিয়া : কামরুল

 বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী জিয়া : কামরুল

ঢাকা : বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।  তিনি বলেছেন, পাকিস্তানের এজেন্ট হয়ে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।  

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ আলোচনা সভার আয়োজন করে সেক্টর কমান্ডার্স ফোরাম- মুক্তিযুদ্ধ ৭১।

কামরুল ইসলাম বলেন, দেশের জঙ্গিদের মূল টার্গেট শেখ হাসিনা।  জঙ্গিরা একেক সময় একেক রুপ ধারণ করে হামলা চালাচ্ছে।  তারা কখনো আইএস, কখনো জেএমবি, কখনো আনসারুল্লাহ বাংলা টিম,আবার কখনো জামায়াত-শিবির, বিএনপি নামে আর্বিভূত  হয়।  জঙ্গিদের মূল টার্গেট হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জিয়াউর রহমানের সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান কখনো মুক্তিযোদ্ধা ছিলেন না।  তিনি পাকিস্তানের এজেন্ট হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে তিনি বলেন, ১৫ আগস্ট খালেদা জিয়া রাজনৈতিকভাবে জন্মলাভ করেছেন।  ওইদিন যদি বঙ্গবন্ধুকে হত্যা করা না হত তিনি কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না।

সংগঠনের চেয়ারম্যান কে এম শফিউল্লার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মেজর জিয়া উদ্দীন আহমেদ, সেক্টর কমান্ডার্স আবু ওসমান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।
১৪ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে