ঢাকা : বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে মঙ্গলবার যৌথসভায় করণীয় ঠিক করবে দলটি। এ জন্য যৌথসভা আহ্বান করেছে দলটি।
বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে মঙ্গলবার বিকেল ৩টায় এ যৌথসভা অনুষ্ঠিত হবে।
সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলীর সদস্য ও অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন বলে জানানো হয়।
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, ৩ সেপ্টেম্বর দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস ও ১১ সেপ্টেম্বর দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির ৯ম বার্ষিকী পালনে করণীয় ঠিক করতে সভায় আলোচনা হবে।
১৪ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম