রবিবার, ১৪ আগস্ট, ২০১৬, ০৬:৪৪:৫৫

দেশে কোরবানির পশু রয়েছে ১ কোটি ৫ লাখ

 দেশে কোরবানির পশু রয়েছে ১ কোটি ৫ লাখ

ঢাকা : আসন্ন ঈদুল আযহার জন্য দেশে কোরবানির গবাদিপশুর যোগান রয়েছে ১ কোটি ৫ লাখ।  এর মধ্যে গরু-মহিষ প্রায় ৩৩ লাখ আর ছাগল-ভেড়া ৭২ লাখ।

 
রোববার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্ত‍ঃমন্ত্রণালয়-সমন্বয় সভায় এ কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।
 
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবানির হাটে সুস্থ-সবল গবাদিপশু সরবরাহ-নিশ্চিতকরণ এবং অবৈধভাবে মোটাতাজাকরণরোধে উপজেলা পর্যন্ত সারাদেশের হাট-বাজারে আনুমানিক এক হাজার ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে।  গত বছর এ টিমের সংখ্যা ছিল ৪৯৪টি।
 
বৈঠকে জানানো হয়, চোরাইপথে আসা গবাদিপশুর মোটাতাজাকরণ ওষুধসহ গবাদিপশুর স্বাস্থ্যপরীক্ষা এবং রোগবালাইরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের নিয়ে সমন্বিত পদক্ষেপ নেয়া হবে।

ঈদের আগে নির্দিষ্ট সময় পর্যন্ত গরু মোটাতাজাকরণসহ বিভিন্ন ক্ষতিকারক ওষুধ যেন প্রেসক্রিপশন ছাড়া বিক্রি না হয় তাও নিশ্চিত করা হবে বলে বৈঠকে জানানো হয়।  
১৪ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে