রবিবার, ১৪ আগস্ট, ২০১৬, ০৭:০১:০৮

ব্যাংকের ভেতর চোখের পলকে নারীকে হাতসাফাই

ব্যাংকের ভেতর চোখের পলকে নারীকে হাতসাফাই

রাজবাড়ী : ব্যাংকের ভেতর চোখের পলকে নারীর হাতসাফাই করে দিল এক প্রতারক।  ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সদরের জনতা ব্যাংকে।

রোববার সকালে এক মহিলার কাছ থেকে ৩২ হাজার টাকা হাতিয়ে চম্পট দেয় এক প্রতারক।  প্রতারণার শিকার ওই নারীর নাম বর্ণ রায়।

তার বাবার নাম সুকুমার রায়।  বাড়ি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাইকুড়ি গ্রামে।

প্রতারণার শিকার বর্ণ রায় জানান, বালিয়াকান্দি জনতা ব্যাংক শাখায় এসে তিনি তার অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করেন।  কিন্তু তার টাকার বান্ডিলে বেশির ভাগ ১০০ টাকার নোট থাকায় পাশের ব্যক্তির কাছে থাকা এক হাজার টাকার নোটের বান্ডিলগুলো চান।

এ সময় ওই ব্যক্তি তাকে ৫০ হাজার টাকা গুনে দেন। পরে কাটা-ছেঁড়া টাকা আছে- এ কথা বলে ওই নারীর কাছ থেকে আবার টাকার বান্ডিল নেন ওই প্রতারক।

পরে ১৮ হাজার টাকা ফেরত দিয়ে ৩২ হাজার টাকা নিয়ে ওই প্রতারক দ্রুত সটকে পড়েন।  টাকার পরিমাণ নিয়ে নারীর সন্দেহ হলে গুনে দেখতে পান, তার কাছে ১৮ হাজার টাকা।

তবে ওই প্রতারকের ফুটেজ জনতা ব্যাংকে রয়েছে বলে জানা গেছে।
১৪ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে