রবিবার, ১৪ আগস্ট, ২০১৬, ০৯:৫০:৩৬

ময়মনসিংহে হচ্ছে শিক্ষাবোর্ড

ময়মনসিংহে হচ্ছে শিক্ষাবোর্ড

ঢাকা : সদ্য ঘোষিত ময়মনসিংহ বিভাগে হচ্ছে দেশের ১১তম শিক্ষাবোর্ড।  এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।  এ ব্যাপারে প্রাথমিক যাচাই-বাচাইয়ের জন্য সাত সদস্যের একটি কমিটিও করা হয়েছে।

কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।  রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহকে বিভাগে রূপান্তর করা হয়।  এরপর থেকে সেখানে শিক্ষাবোর্ড স্থাপনের দাবি জোরালো হয়ে ওঠে।  

দেশের অন্তত চারটি শিক্ষাবোর্ডের চেয়ে বৃহত্তর ময়মনসিংহে শিক্ষার্থী বেশি থাকায় বোর্ড স্থাপনে এ অঞ্চলের মানুষের দাবি জোরালো হয়ে ওঠ।  পরে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ময়মনসিংহে একটি নতুন শিক্ষাবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়।

এরই মধ্যে প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে।  এ লক্ষ্যে  শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা সচিব সোহরাব হোসাইনের সভাপত্বিতে এক জরুরি সভা করা হয়।  

সভায় ময়মনসিংহে নতুন শিক্ষাবোর্ড করার যৌক্তিকতা তুলে ধরার পর প্রাথমিক যাচাই-বাছাইয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) চৌধুরী মুফাত আহমেদকে আহ্বায়ক করে ৭ সদস্যের একটি কমিটি গঠিত হয়।

এ কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রুহি রহমান, ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিদ্যালয় শাখার পরিচালক এলিয়াস হোসেনসহ বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহের আঞ্চলিক কর্মকর্তাকে রাখা হয়েছে।  

আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক ও ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ঢাকা বোর্ডের সীমানা বৃহত্তর হওয়ায় দূর-দূরান্ত থেকে অনেককে আসতে হচ্ছে।  সব সুবিধা সহজভাবে দেয়া সম্ভব হয় না।  তাই ময়মনসিংহে শিক্ষাবোর্ড হলে মানুষের ভোগান্তি কমে যাবে।  সহজেই বোর্ড সুবিধা পাবেন তারা।

তিনি বলেন, মাঠ পর্যায়ে প্রাথমিক যাচাই-বাছাইয়ের জন্য কমিটি করা হয়েছে।  আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।  

দেখা গেছে, চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ, বরিশাল বোর্ডে ৭১ হাজার, সিলেট বোর্ডে ৭৪ হাজার এবং যশোর বোর্ডে ১ লাখ ৩১ হাজার।  এর বিপরীতে বৃহত্তর ময়মনসিংহে ছিল ১ লাখ ৩২ হাজার ৫০০।  

গত বছরের জেএসসি পরীক্ষায় ওই ৪টি শিক্ষাবোর্ডের চেয়ে বেশি পরীক্ষার্থী ছিল এ অঞ্চলে। শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের আধিক্যের কারণে জোরালো হয়ে ওঠে ময়মনসিংহে শিক্ষাবোর্ড স্থাপনের।  

ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের অষ্টম বিভাগ। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত।  

২০১৫ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এক বৈঠকে ঢাকা বিভাগ ভেঙে নতুন ময়মনসিংহ বিভাগ গঠনের ঘোষণা দেন।  

দেশে বর্তমানে আটটি সাধারণ শিক্ষাবোর্ডের পাশাপাশি একটি কারিগরি ও একটি মাদ্রাসা শিক্ষাবোর্ড রয়েছে।  ময়মনসিংহ শিক্ষাবোর্ড স্থাপিত হলে এটি হবে নবম সাধারণ শিক্ষাবোর্ড।  সবমিলিয়ে দেশে শিক্ষাবোর্ডের সংখ্যা ১১টিতে উন্নীত হবে।
১৪ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে