ঢাকা : দুই যুবককে বাঁচিয়ে ফুটবল আনতে গিয়ে পানির নিচে ডুবে যায় পিকআপ চালক সারোয়ার (২৯)। ডুবে যাওয়ার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর বাড্ডার ধামাইখালে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
আজ বিকেল ৫টার দিকে দমকল বাহিনী তাকে উদ্ধার করে বলে জানিয়েছে পুলিশ। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ধামাইখালের তিন নম্বর বেরাইদ ব্রিজের কাছে ডুবে নিখোঁজ হন সারোয়ার। তিনি উত্তর বাড্ডার বাসিন্দা ছিলেন।
পুলিশ জানায়, বেলা সাড়ে ১২টার দিকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯জন ছাত্র খালের পাশে ফুটবল খেলছিল। একপর্যায়ে ফুটবলটি খালের পানিতে পড়ে গেলে তাদের দুজন ফুটবলটি তুলে আনতে গিয়ে তলিয়ে যেতে থাকে।
পাশ দিয়ে যেতে থাকা সারোয়ার এ দৃশ্য দেখে ঠিক থাকতে পারেননি। খাল থেকে তাদের উদ্ধার করেন তিনি। পরে ফুটবলটি তুলে আনার জন্য নেমে নিখোঁজ হন সারোয়ার।
বাড্ডা থানার ওসি এম এ জলিল জানান, বিকেল ৫টার দিকে দমকল বাহিনীর সদস্যরা সারোয়ারকে উদ্ধার করে। জিন্সের প্যান্ট পরা সারোয়ার খালের ঘূর্ণায়মান পাকে পড়ায় ডুবে গেছেন বলে ধারণা করা হচ্ছে।১৫ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম