নিউজ ডেস্ক : নামে অনেকটা মিল থাকলেও ভারতের বর্ধমানে আটক মুসা বাংলাদেশের ‘মোস্ট ওয়ান্টেড’ মুছা সিকদার নন। বাংলাদেশ পুলিশের এআইজি (কনফিডেন্সিয়াল) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
উভয়ের ডাক নাম কাছাকাছি হলেও ভারতে আটক মুসার পুরো নাম মো. মুসাউদ্দিন ওরফে মুসা। ৪ জুলাই ভারতের বর্ধমান স্টেশন থেকে আটক হওয়া মুসাকে আইএস জঙ্গি হিসেবে সন্দেহ করছে সে দেশের পুলিশ।
তিনি জানান, ভারতে গ্রেফতার হওয়া মুসা জেএমবির সদস্য। তার বাড়ি রাজশাহীতে। অন্যদিকে, মিতু হত্যার আসামি হিসেবে চিহ্নিত মুছা’র বাড়ি চট্টগ্রামের রাউজানে।
এর আগে প্রাথমিকভাবে পুলিশ এই মুসাকে মিতু হত্যা মামলার আসামি মুছা বলে ধারণা করছিল। তবে পরে নিশ্চিত হওয়া গেছে তিনি জেএমবির সদস্য মুসা।
এআইজি বলেন, ‘মুসা নামে একজন ভারতে গ্রেফতার হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করতে বাংলাদেশ পুলিশের সদর দফতর থেকে তিন সদস্যের একটি দল কলকাতা গেছেন।’
কলকাতা প্রতিনিধি জানিয়েছেন, কলকাতায় মুছা নামে একজন গ্রেফতার হয়েছে। সে জঙ্গি গ্রুপের সদস্য।
১৬ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম