ঢাকা : মোবাইল অপারেটর সিটিসেলের লাইসেন্স বাতিল করেছে সরকার। মঙ্গলবার বিকেলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে এ কথা সাংবাদিকদের জানান।
তিনি জানান, সিটিসেলের ৪৭৭.৫১ কোটি টাকার রাজস্ব বকেয়া রয়েছে। বারবার তাগিদ দেয়ার পরও তারা টাকা পরিশোধ করেনি। তাই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
তারানা হালিম জানান, আগামী সাতদিন সিটিসেলের রিম ব্যবহার করার সুযোগ পাবেন গ্রাহকরা। তবে সাতদিন পর নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে।
১৬ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম