ঢাকা : আর একদিন পরই ২০১৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ১৮ আগস্ট বৃহস্পতিবার পরীক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফল জানতে পারবেন।
আগামীকাল ফলাফল চূড়ান্তকরণের আনুষঙ্গিক কাজ শেষ করা হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান।
জানা গেছে, ওইদিন সকালেই প্রধানমন্ত্রীর হাতে এবারের ফলাফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রী ও বোর্ড চেয়ারম্যানগণ। আনুষ্ঠানিকভাবে বেলা ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করা হবে।
পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন ইন্টারনেট ও মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে বেলা ২টা থেকে।
উল্লেখ্য যে, এবার সব বোর্ড মিলে পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন। এর মধ্যে ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন ছাত্র এবং ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন ছাত্রী।
৮টি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসিতে ১০ লাখ ২০ হাজার ১০৯ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৯১ হাজার ৫৯১ ও এইচএসসি ভোকেশনালে (কারিগরি) ১ লাখ ২ হাজার ১৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
১৬ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম