নিউজ ডেস্ক : ৫৭টি মুসলিম রাষ্ট্রের জোট ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আয়াদ আমিন মাদানি দুই দিনের সফরে আজ ঢাকা আসছেন। আগামী মাসে উজবেকিস্তানে অনুষ্ঠেয় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক নিয়ে আলোচনার জন্য ঢাকা আসছেন তিনি।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন মাদানি।
সৌদি আরব সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৪ জুন ওআইসি মহাসচিবকে ঢাকা আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। সে সময় তারা ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্রঋণ ও রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
ওআইসি মহাসচিব মালয়েশিয়া সফর শেষে বাংলাদেশে আসছেন। আগামী ১৮ ও ১৯ অক্টোবর উজবেকিস্তানে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হবে।
মাদানি ২০১৪ সালের ১ জানুয়ারি ওআইসি মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেয়ার কিছু দিন পরই তিনি বাংলাদেশ সফর করেছিলেন।
১৭ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম