বুধবার, ১৭ আগস্ট, ২০১৬, ০৭:১৭:২৭

৩৫তম বিসিএসের ফল প্রকাশ, ২১৫৮ জনকে নিয়োগে সুপারিশ

৩৫তম বিসিএসের ফল প্রকাশ, ২১৫৮ জনকে নিয়োগে সুপারিশ

ঢাকা : ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।  বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৫৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বুধবার পিএসসি'র চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, বিসিএসের লিখিত পরীক্ষায় ৬ হাজার ৮৮ জন অংশ নিয়েছিলেন।  এর মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষায় ৫ হাজারের বেশি প্রার্থী পাস করেছেন।  এদের মধ্যে ১৬ জনের ফল স্থগিত রাখা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন।  ২০১৫ সালের ৬ মার্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।
 ১৭ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে