ঢাকা : ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৫৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
বুধবার পিএসসি'র চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে এ তথ্য জানান।
পিএসসি’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৫তম বিসিএস প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার পর মোট ৫ হাজার ৫৩৩ জন উত্তীর্ণ হয়েছেন।
এদের মধ্য থেকে ২ হাজার ১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এদের মধ্যে ৩ জন প্রতিবন্ধী রয়েছেন। এ ছাড়া সুপারিশকৃতদের মধ্যে ১৫৫৫ জন পুরুষ এবং ৬০৩ জন নারী। পিএসসির ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd) নিয়োগের জন্য সুপারিশকৃতদের ক্যাডারভিত্তিক রোল নাম্বারের তালিকা দেয়া হয়েছে।
এছাড়া টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে ৩৫ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস বার্তা পাঠালে ফিরতি বার্তায় ফল জানা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়েকটি কারিগরি ও পেশাগত ক্যাডারে কৃততার্য প্রার্থী না পাওয়ায় ৩১৭টি পদে নিয়োগের জন্য সুপারিশ করা যায়নি।
১৪ জনের ফল স্থগিত রাখা হয়েছে আবেদনে নানা অসঙ্গতির জন্য। আদালতে মামলা থাকার কারণে বিসিএস (বন) পরীক্ষার ফল স্থগিত রাখা হয়েছে।
কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ.ই.ম. নেছার উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশাসনে ২৯৬, পুলিশে ১১৯, আনসার ৪, নিরীক্ষা ও হিসাব ৪, সমবায় ৪, ইকনোমিক ৩৮, পরিবার পরিকল্পনা ১০, খাদ্য ২, তথ্য ১১, ডাক ক্যাডারে ১০ জন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।
বিসিএস (সাধারণ শিক্ষা) ৮৬২ জন এবং প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৭৭৮ জন কর্মকর্তা নিয়োগ দেয়ায় সুপারিশ করা হয়েছে।
১৭ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম