ঢাকা : বিশিষ্ট আইনজীবী গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বাংলার জনগণ সেদিন শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন। সংগ্রামী ছাত্র সমাজসহ সবাই মিলে তাকে বঙ্গবন্ধু উপাধি দেয়। বঙ্গবন্ধু কোনো দলের দেয়া উপাধি নয়।
বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘গরিবের জন্য বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধু জনগণকে নিয়ে বারবার তাদের অধিকার এনে দিয়েছিলেন বলে তাকে এ সম্মানে ভূষিত করা হয়। এটা জনগণের বিজয়।
আলোচনা সভায় বঙ্গবন্ধুর একটি দুর্লভ ভাষণের ভিডিও ফুটেজ তুলে ধরেন ড. কামাল হোসেন।
এতে দেখানো হয় বঙ্গবন্ধু রাজধানীর এক জনসভায় নগরীতে বস্তিবাসীদের উচ্ছেদ না করার আহবান জানাচ্ছেন সেসময়ের ঢাকা উন্নয়ন কর্তৃপক্ষকে।
তিনি ওই প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে শুধু বড় লোকদের নয় বস্তিবাসীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা জোরদার করতে বলেন। বস্তিবাসীদের জন্য অর্থ সংস্থানের নির্দেশ দেন।
ড. কামাল হোসেন এ দুর্লভ ভিডিওটি বিটিভির আর্কাইভে জমা দেবেন বলে জানান। তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে তারা বস্তি উচ্ছেদ করতে পারে না।
সভায় সভাপতিত্ব করেন আমরাও নাগরিকের আহবায়ক সাঈদুর রহমান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী জি এম কাদের, সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, গণফোরাম নেতা মফিজুল ইসলাম খান কামাল, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিদ প্রমুখ।
১৭ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম