বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ১২:২৯:১৯

এক হতে যাচ্ছে রবি-এয়ারটেল

এক হতে যাচ্ছে রবি-এয়ারটেল

ঢাকা : মোবাইলফোন অপারেটর রবি ও এয়াটেলকে দুই প্রতিষ্ঠান একীভূত হওয়ার কাজ শুরু করেছে। রবির ভাইস প্রেসিডেন্ট (কমিউনিকেশনস অ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটি) ইকরাম কবীর আলোচনা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। যেকোনো সময় সুনির্দিষ্ট চুক্তির আওতায় প্রতিষ্ঠান দুটি এক হয়ে যেতে পারে।

বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। দেশের টেলিকম খাতে মালিকানা বদলের ঘটনা ঘটলেও আগে কখনো দুটি প্রতিষ্ঠান একীভূত হয়নি।

একীভূত হতে তারা ইতিমধ্যে উচ্চ পর্যায়ে ব্যবসায়িক আলোচনা থেকে শুরু করে প্রযুক্তিগত বিভিন্ন কাজ শুরু করেছে। টেলিকম সেবা খাতের নিয়ন্ত্রক (রেগুলেটরি বডি) সংস্থা সমূহের সাথে আলোচনার পরেই বিষয়টি চুড়ান্ত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

চুড়ান্ত চুক্তি হলে আজিয়াটা ও ভারতী পরবর্তীতে ঘোষণা দেবে বলেও জানিয়েছে।

বিটিআরসির সর্বশেষ তথ্য অনুসারে, রবির বর্তমান গ্রাহক ২ কোটি ৭৯ লাখ ২১ হাজার, আর এয়ারটেলের গ্রাহক সংখ্যা ৯০ লাখ ৮০ হাজার। প্রতিষ্ঠান দুটি একীভূত হলে মোট গ্রাহক সংখ্যা দাঁড়াবে ৩ কোটি ৭০ লাখ ১ হাজার। এরফলে গ্রাহক সংখ্যার বিচারে বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা বাংলালিংককে ছাড়িয়ে যাবে। বর্তমানে বাংলালিংকের গ্রাহক সংখ্যা ৩ কোটি ২৪ লাখ ৬ হাজার।
১০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে