বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০১৫, ১০:১১:০৩

ঢাকা-চট্টগ্রামে গণপরিবহনে বর্ধিত ভাড়া কার্যকর

ঢাকা-চট্টগ্রামে গণপরিবহনে বর্ধিত ভাড়া কার্যকর

নিউজ ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহনে বর্ধিত ভাড়া আজ বৃ্হস্পতিবার থেকে কার্যকর করা হয়েছে।

তবে দূরপাল্লার বাসের ক্ষেত্রে ভাড়া পুনর্নির্ধারণ হয়নি। আগের ভাড়াতেই আন্তঃজেলা বাস চলবে বলে জানানো হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর গণপরিবহনের ভাড়া নির্ধারণ কমিটির সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ১ অক্টোবর থেকে ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাসের ভাড়া প্রতিকিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৭০ পয়সা এবং মিনিবাসে ১ টাকা ৫০ পয়সা থেকে ১ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে। বাসের সর্বনিম্ন ভাড়া আগের মতই ৭ টাকা এবং মিনিবাসের ভাড়া ৫ টাকা রাখা হয়েছে।

একই সঙ্গে দুই মহানগরীতে সিএনজিচালিত অটোরিকশার জন্যও নতুন হারের ভাড়া ঠিক করে দিয়েছে সরকার, যদিও মিটারে অটোরিকশা না চলার অভিযোগ দীর্ঘদিনের।

অটোরিকশায় প্রথম দুই কিলোমিটারের জন্য ৪০ টাকা ভাড়া ঠিক করে দেওয়া হয়েছে, যা আগে ২৫ টাকা ছিল। এটাই হবে সর্বনিম্ন ভাড়া।

আর এরপর প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা করা হয়েছে। এর মধ্যে যানজট বা অন্য কোনো কারণে আটকে থাকলে প্রতি মিনিট বিরতির জন্য গুণতে হবে ২ টাকা করে, যা আগে ১ টাকা ৪ পয়সা ছিল।

অটোরিকশা চালকদের জন্য দৈনিক জমার পরিমাণও বাড়ানো হয়েছে। অটো মালিককে তাদের প্রতি দিন দিতে হবে ৯০০ টাকা, যা এতদিন ৬০০ টাকা ছিল। সিএনজিচালিত অটোরিকশার ক্ষেত্রে ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

ঢাকাসহ আশেপাশের জেলা নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরিসংদী- ডিটিসিভুক্ত এলাকা এবং চট্টগ্রামে এই ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর গ্যাসের দাম ১৬ শতাংশ বৃদ্ধি করা হয়। প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৩০ থেকে ৩৫ টাকা করা হয়। এর পরিপ্রেক্ষিতে ভাড়া পুনঃনির্ধারণ করা হলো।

সর্বশেষ ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর ঢাকা ও চট্টগ্রামে বাসভাড়া কিলোমিটারে ১০ পয়সা বাড়ানো হয়েছিল।
১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে