রবিবার, ২১ আগস্ট, ২০১৬, ০৩:৩৩:৩৬

‘মনে করেছিলাম আগুন নিভিয়ে ফেলবে, বাড়লো কেন বুঝলাম না’

‘মনে করেছিলাম আগুন নিভিয়ে ফেলবে, বাড়লো কেন বুঝলাম না’

আমানুর রহমান রনি : রাজধানীর বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা বিস্ময় প্রকাশ করেছেন প্রত্যক্ষদর্শীদের কয়েকজন। বারবার কেন আগুণ লাগে এই প্রশ্ন যেমন উঠেছে, আবার অগ্নিনির্বাপণ ব্যবস্থা উন্নতমানের হওয়ার পরও আগুন কেন বাড়লো সেই প্রশ্ন করেছেন ঘটনাস্থলের উপস্থিত অনেকেই।

লেবেল ৬ এর ই-ব্লকের ফোন ল্যান্ড দোকানের মালিক দ্বিন মোহাম্মদ বলেছেন, সকাল ১১টার দিকে আগুনের কথা শুনে সি-ব্লকে যাই। সেখানে গিয়ে ছোট আগুন দেখতে পাই। বসুন্ধরার আগুন নির্বপক ব্যবস্থা ভালো। মনে করছি নিভিয়ে ফেলবে। কিন্তু তারপর আরও বাড়ল। কিছু বুঝলাম না।

লেবেল ৫ এর সি ব্লকের চশমার দোকান আই ভিলা'র মালিক আসলাম বলেন, আগুন লাগার পর আমরা দৌড়ে নিচে নেমে আসি। এসময় নামতে গিয়ে অনেকে আহত হয়েছে।

ফায়ার ডিজি বি. জে. আহম্মদ আলী খান বলেছেন, আট থেকে নয়জন উদ্ধার করেছি। এখনও তিনজন লোক আছে তাদের উদ্ধারে কাজ করছি। প্রথমে ছয়টি ইউনিট পরে আরও দশটি ইউনিট যোগ দেয়। ছয়তলার সিলিংয়ে আগুন লেগেছে। ভেতরে ধোঁয়ার কারণে কাজ করতে সমস্যা হচ্ছে।

আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। এসময় তিনি বলেন, ‘বারবার কেন বসুন্ধরায় আগুন লাগে তা খতিয়ে দেখা হবে। সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ারিং টিম নিয়ে এসেছি। ফায়ার সার্ভিস চাইলে সহযোগিতা নিতে পারে।’

২১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে