নিউজ ডেস্ক : ভয়াবহ আগুনে পুড়ছে রাজধানীর সবচেয়ে জনপ্রিয় ও ব্যস্ত শপিং মল বসুন্ধরা সিটি। চারদিকে শুধু পোড়া গন্ধ।
স্বজনরা ভেতরে আটকা পড়ে আছেন কি-না তা উদ্বিগ্ন অনেকেই। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট একযোগে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কিন্তু একশ্রেণির মানুষ মজা লুটতে সেলফি তুলতে ব্যস্ত। কেউ কেউ কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্লাস ফাঁকি দিয়ে ঘটনাস্থলে এসেছেন। কেউ কেউ আবার বন্ধু-বান্ধব নিয়ে এসেছেন। তুলছেন সেলফি।
কেউ কেউ করছেন ভিডিও। অথচ ওই ভবনের কাচ ভেঙে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পড়তে পারে তাদের ওপর। কিন্তু নিরাপদ দূরত্বে যেতে যেন রাজি নয় তারা।
রোববার বেলা ১১টার পর বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে ছয় তলায় জুতার দোকানে আগুনের সূত্রপাত হলেও বেলা ৩টায় আগুন আট তলায় ছড়িয়ে পড়ে।
সেখানে খাবারের দোকান থাকায় অনেক গ্যাস সিলিন্ডার রয়েছে। তাই যেকোনো সময় ঘটনাটি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে জানান ফায়ার সার্ভিসের এক কর্মীরা।
বসুন্ধরা সিটি ঘিরে উৎসুক জনতার প্রচণ্ড ভিড়। ভবনটির সামনের সড়ক প্রথমে খোলা থাকলেও পরে বন্ধ করে দেয়া হয়। সামনের সব দোকানও বন্ধ করে দেয়া হয়। কিন্তু উৎসুক জনতার ঢল থামাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী ও বসুন্ধরার নিজস্ব নিরাপত্তাকর্মীরা।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান সাংবাদিকদের বলেন, মোট ১১ জন ভেতরে আটকা পড়েছিলেন। তার মধ্যে ৮/৯ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের সঙ্গে যোগাযোগ হচ্ছে।
২১আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম