সোমবার, ২২ আগস্ট, ২০১৬, ১১:১৬:৫৮

জবি শিক্ষার্থীদের কর্মসূচিতে লাঠিচার্জ, টিয়ারসেল নিক্ষেপ

জবি শিক্ষার্থীদের কর্মসূচিতে লাঠিচার্জ, টিয়ারসেল নিক্ষেপ

নিউজ ডেস্ক : পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জায়গায় আবাসিক হল দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার পথে পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও জলকামান থেকে গরম পানি ছুড়েছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।
 
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ক্যাস্পাস থেকে শিক্ষার্থীরা আবাসিক সংকট নিরসন ও পুরনো কারাগার বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের জন্য রওনা হন।
 
স্মারকলিপি নিয়ে শিক্ষার্থীদের মিছিলটি বংশাল ট্রাফিক সিগন্যালে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।
 
এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও জলকামান থেকে পানি ছুড়ে। এতে অন্তত ৩৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
 
শিক্ষার্থীরাও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশি বাধার মুখে শিক্ষার্থীরা পিছু হটে ইংলিশ রোডের দিকে অবস্থান নিয়ে প্রতিবাদ মিছিল ও রাস্তা অবরোধ করে রেখেছেন।
 
এ ঘটনায় ওই এলাকায় গাড়ি চলাচল কমে গেছে। দোকানপাটও বন্ধ রয়েছে। এর প্রভাবে রাজধানীতে যানজটের সৃষ্টি হয়েছে।

আন্দোলনকারী অন্য এক শিক্ষার্থী তোফায়েল আহমেদ জানান, নয়াবাজার মোড়ে প্রায় ৭টি টায়ারে আগুন ধরিয়ে রাস্তা ব্লক করে রেখেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা হলের দাবিতে স্লোগান দিচ্ছে এবং চারিদিকে পুলিশ অবস্থান করছে।

এ বিষয়ে জানার জন্য কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে ফোন করা হলে তিনি স্পটে ব্যস্ত আছেন বলে ফোন রেখে দেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুর মোহাম্মদকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এর আগে গত বৃহস্পতিবার ও রবিবার সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সামনের সড়কে অবস্থান নেয় সহস্রাধিক শিক্ষার্থী। ওইদিনই ঘোষণা দেয় সোমবার আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেবেন।

গত ২ আগস্ট থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নাজিম উদ্দিন রোডে পরিত্যক্ত কারাগারের জমিতে হল নির্মাণের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। জমি পেতে ২০১৪ সালের মার্চে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বরাষ্ট্র সচিবের কাছে আবেদন করেছিল। নতুন করে আন্দোলনের প্রেক্ষিতে জায়গাটির জন্য গত ১৪ আগস্ট প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য মীজানুর রহমান।
২২ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে