সোমবার, ২২ আগস্ট, ২০১৬, ১১:৫৯:৪৭

ঈদে লঞ্চের কেবিনের অগ্রিম বুকিং শুরু

ঈদে লঞ্চের কেবিনের অগ্রিম বুকিং শুরু

নিউজ ডেস্ক : ঈদুল আযহা উপলক্ষে লঞ্চ যাত্রীদের জন্য কেবিনের অগ্রিম বুকিং দেয়া শুরু হয়েছে। সোমবার সকাল থেকে ঘরমুখো যাত্রীদের অগ্রিম কেবিন বুকিংয়ের স্লিপ জমা নেয়া শুরু করেছে লঞ্চ মালিক কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, কেবিনের টিকিট যাতে কালোবাজারে না যায়, সে ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছেন তারা। এর অংশ হিসেবে কেবিনের অগ্রিম বুকিং স্লিপ জমা নেয়া হচ্ছে। যাত্রীরা কেবিনের অগ্রিম টিকিট হাতে পাবেন আগামী ২৮ আগস্ট থেকে। আর ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে স্টিমারের বুকিং।
 
ঈদে ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চের কেবিনের টিকিট পাওয়া সোনার হরিণে পরিণত হয়। এসব টিকিট কালোবাজারে চড়া দামে বিক্রিও হয়।
 
সংশ্লিষ্টরা জানায়, লঞ্চগুলোতে শুধু কেবিনের জন্য অগ্রিম বুকিং দেয়া যায়। তবে তৃতীয় শ্রেণির টিকিট ভ্রমণের দিন লঞ্চে দেয়া হবে।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিবহন পরিদর্শক মো. মাহফুজ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, টিকিট কালোবাজারি রোধে লঞ্চ মালিকরা এবার আগেভাগেই এ পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে আগেই কেবিনের বুকিং স্লিপ জমা নেয়া শুরু হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আযহা উদযাপন হওয়ার সম্ভাবনা রয়েছে।
২২ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে