বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৪০:০৭

‘অনুমতি ছাড়া ওদেরকে বিয়ে করা যাবে না’

‘অনুমতি ছাড়া ওদেরকে বিয়ে করা যাবে না’

ঢাকা : অনুমতি ছাড়া বিদেশি নাগরিকদের বিয়ে করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা সম্বলিত একটি বিল সংসদে উত্থাপিত হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য করা ওই বিলে ‘শাস্তি স্বরূপ’ চাকরি থেকে বরখাস্ত করার বিধান রয়েছে।
 
বুধবার সংসদে ‘গণকর্মচারী আইন (বিদেশি নাগরিকের সহিত বিবাহ) বিল-২০১৫’ সংসদে উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পসর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
 
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে- সামরিক শাসনামলে ১৯৭৬ সালে জারি করা এ সংক্রান্ত অধ্যাদেশটি বাতিল করে বাংলায় আইন প্রণয়ন করতে বিলটি সংসদে আনা হয়েছে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, অনুমতি না নিয়ে কোন গণকর্মচারী বিদেশি নাগরিককে বিয়ে করবেন না বা বিয়ে করার প্রতিশ্রুতিও দিতে পারবেন না। রাষ্ট্রপতির অনুমতি ছাড়া প্রজাতন্ত্রের কোনো কর্মচারী বিদেশি নাগরিককে বিয়ে করার বা প্রতিশ্রুতি দিলে তাকে চাকরি থেকে অপসারণ করার বিধান রাখা হয়েছে।
 
‘দ্য পাবলিক সার্ভেন্টস (ম্যারেজ উইথ ফরেন ন্যাশনালস) অর্ডিন্যান্স-১৯৭৬’ ১৯৭৬ সালের ১০ জুলাই জারি করা হয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত জারি করা কতিপয় অধ্যাদেশ ‘কার্যকরণ (বিশেষ বিধান) আইন-২০১৩’ দ্বারা কার্যকর রাখা হয়েছে।
১০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে