বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০১৫, ১১:৫২:২৪

উত্তেজনা না ছড়িয়ে ক্লাসে ফেরার আহবান শিক্ষামন্ত্রীর

উত্তেজনা না ছড়িয়ে ক্লাসে ফেরার আহবান শিক্ষামন্ত্রীর

ঢাকা : শিক্ষকদের পদ ও বেতন নিয়ে তৈরি জটিলতার অবসান হবে বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশার কথা শোনান।

এ সময় শিক্ষামন্ত্রী আন্দোলনের মাধ্যমে উত্তেজনা না ছড়িয়ে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ারও আহ্বান জানান। তিনি বলেন, ‘উত্তেজনা না ছড়িয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যান। আপনাদের দাবি-দাওয়া শিগগির মেনে নেয়া হবে। এজন্য সরকার কাজ করছে।’

তিনি বলেন, ‘সরকার শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে কাজ করছে। দ্রুত বেতন কাঠামো পর্যালোচনার স্থায়ী কমিটি গঠন করা হবে।’

সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পর থেকেই বেতন কাঠামো পুনর্গঠন, পদ মর্যাদা নিশ্চিতকরণ ও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের সঙ্গে একই ধরনের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরাও আন্দোলন করে আসছে।
১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে