ঢাকা : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ বলায় সরকারদলীয় সংসদ সদস্য সুবিদ আলীর বিরুদ্ধে একটি মানহানি মামলা হয়েছে।
সোমবার ঢাকা সিএমএম আদালতে মামলাটি করেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার যুবলীগের নেতা জিলানী সরকার।
শুনানি শেষে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট সত্যপদ শিকদার শেরেবাংলানগর থানাকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
গত ১৭ আগস্ট সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে সুবিদ আলী ভূঁইয়া উল্লেখ করেন বলে অভিযোগ ওঠে।
এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরদিন সংবাদ সম্মেলনে সুবিদ আলী ভূঁইয়া বলেন, তিনি জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলেছেন এমন প্রমাণ কেউ দিতে পারলে দল ও সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করবেন।
সুবিদ আলী ভূঁইয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ছিলেন। চাকরি শেষে বিএনপির মনোনয়ন চেয়ে না পেয়ে ২০০১ সালে কুমিল্লার দাউদকান্দি থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।
এরপর তিনি আওয়ামী লীগে যোগ দেন। ২০০৮ সালে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে বিএনপির প্রভাবশালী নেতা খন্দকার মোশাররফ হোসেনকে হারিয়ে সংসদ সদস্য হন তিনি।
২২ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম