সোমবার, ২২ আগস্ট, ২০১৬, ০৮:৪২:৪৬

মৌচাক মার্কেটের আগুন ১৫ মিনিটেই নিয়ন্ত্রণে

মৌচাক মার্কেটের আগুন ১৫ মিনিটেই নিয়ন্ত্রণে

ঢাকা : রাজধানীর মৌচাক মার্কেটে শর্টসার্কিট থেকে আগুন লাগার ১৫ মিনিটেই নিয়ন্ত্রণে চলে আসে।
 মার্কেট কর্তৃপক্ষের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

সোমবার বিকাল ৫ টা ৫০ মিনিটে মৌচাক মার্কেটের নিচ তলায় আগুনের সূত্রপাত হয়।  ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে চলে আসে।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন গণমাধ্যমকে জানান, সোমবার ৫ টা ৫০ মিনিটে নিচ তলায় আগুন লাগার ঘটনা ঘটে।  মার্কেট কর্তৃপক্ষের চেষ্টায় ৬টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট নির্বাপনের কাজ করছে বলে জানান তিনি।

শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান আলী হোসেন।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র জানায়, খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়।  আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।  
২২ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে