নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত অবস্থায় কারাগারে মৃত্যু হওয়া জামায়াতের সাবেক আমির গোলাম আযমের ছেলে সেনাবাহিনীতে থেকে চাকরীচ্যুত সাবেক বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীকে আজ রাতে মগবাজারের বাসা থেকে ডিবি পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
সোমবার রাতে আযমীকে তার ১১৯/২ মগবাজারের বাসা থেকে আটক করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। সোমবার দিবাগত রাত একটার কিছু আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আযমীকে আটকের অভিযোগ করেন তার ভাই সালমান আল-আযমী। তার অভিযোগ, ডিবি পুলিশের অন্তত ৩০-৩৫ জন তার ভাইকে তুলে নিয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে রমনা জোনের ডিসি মারুফ হোসেন সরদার জানান, পুলিশ অভিযান চালায়নি। অন্য কেউ অভিযান চালিয়েছে কিনা তা তিনি জানেন না।
এর আগে মুক্তিযুদ্ধে বাংলাদেশের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন গোলাম আযম পুত্র আযমী। পরবর্তীতে নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভারতীয় শহীদদের সংখ্যা নিয়েও প্রশ্ন তুলে তোপের মুখে পড়েন তিনি।
২৩ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস