মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬, ১০:০৮:১৪

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, উপচে পড়া ভীর

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, উপচে পড়া ভীর

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট আজ মঙ্গলবার সকাল থেকে বিক্রি শুরু হয়েছে। সকাল ৬টা থেকে রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও টেকনিক্যাল এলাকার বাস কাউন্টারগুলোয় টিকিটের জন্য ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে। এরই মধ্যে কাউন্টারের সামনে লম্বা লাইন পড়ে গেছে।

এবার ৮ ও ৯ সেপ্টেম্বরের টিকিটের চাহিদা বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে। কারণ ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) অনেকে অফিস করে বাড়ির উদ্দেশে রওনা হবেন।

বাস মালিকদের সংগঠন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রমেশ চন্দ্র ঘোষ জানিয়েছেন, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকেই বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

মঙ্গলবার নগরীর মিরপুর রোডের কলেজ গেইট, শ্যামলী ও কল্যাণপুর কাউন্টার এবং গাবতলী টার্মিনাল থেকে বাসের অগ্রিম টিকিট দেওয়ার কথা থাকলেও এর আগেই অনেকে কাউন্টারে গিয়ে অগ্রিম টিকিটের সন্ধান করছেন।

হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারকর্মী জানান, এবার ঈদ উপলক্ষে ৮ সেপ্টেম্বর থেকে অগ্রিম টিকিটের চাহিদা রয়েছে। কারণ ওইদিন থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি।
২৩ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে