বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০১৫, ০১:৫৪:৫৯

রাজন হত্যার বিচার কাজ শুরু

রাজন হত্যার বিচার কাজ শুরু

নিউজ ডেস্ক : বহুল আলোচিত সিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে মামলার বাদীসহ দুইজনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তারা হলেন- বাদী জালালাবাদ থানার সাময়িক বরখাস্ত এসআই আমিনুল ইসলাম ও রাজনের বাবা আজিজুর রহমান। রাজনের মা লুবনা আক্তারের সাক্ষ্য দেয়ার কথা থাকলেও অসুস্থ হয়ে পড়ায় তিনি পরে সাক্ষ্য দেবেন।

এদিকে গ্রেফতার ১০ আসামি সাক্ষ্য গ্রহণের সময় আদালতে হাজির ছিলেন। আসামিরা হলেন- সদর উপজেলার শেখপাড়ার বাসিন্দা কামরুল ইসলাম, তার ভাই মুহিত আলম, আলী হায়দার ও শামীম আহমদ; পাভেল আহমদ,  ময়না চৌকিদার, রুহুল আমিন, তাজউদ্দিন আহমদ বাদল, দুলাল আহমদ, নুর মিয়া, ফিরোজ মিয়া, আছমত উল্লাহ ও আয়াজ আলী।

এদের মধ্যে পলাতক কামরুল, শামীম ও পাভেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।

আদালতের পিপি মফুর আলী জানান, গত ২২ সেপ্টেম্বর ১৩ আসামির বিচার শুরুর আদেশ দিয়ে বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের দিন রেখেছিল এই আদালত। আগামী ৪, ৭, ৮, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ অক্টোবরও সাক্ষ্য নেয়া হবে। মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৩৮ জনের জাবানবন্দি শুনবে আদালত।

উল্লেখ্য, গত ৮ জুলাই শহরতলির কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় শিশু রাজনকে পৈশাচিকভাবে পিটিয়ে খুন করা হয়।
১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে