মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬, ০৪:২০:৫৭

৩০ আগস্ট নিজাম হাজারীর ভাগ্য নির্ধারণ

৩০ আগস্ট নিজাম হাজারীর ভাগ্য নির্ধারণ

ঢাকা : ফেনী-২ আসনের সরকার দলীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারীর এমপি পদে থাকার বৈধতা প্রশ্নে দায়ের করা রিটের রায় আবার পিছিয়েছে। আগামী ৩০ আগস্ট পুনরায় রায় ঘোষণার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ এ দিন ধার্য করেন।

আজ রায় ঘোষণার জন্য ধার্য ছিল।  কিন্তু নিজাম হাজারী অস্ত্র মামলায় বিচার শুরুর আগে কতদিন হাজতবাস করেছিলেন সেই নথি পর্যালোচনার জন্য রায় ঘোষণার দিন পিছিয়ে দেন আদালত।

এর আগে গত ১৭ আগস্ট নিজাম হাজারীর এমপি পদের বৈধতা নিয়ে হাইকোর্ট রায় না দিয়ে নিজাম হাজারী অস্ত্র মামলায় বিচার শুরুর আগে কতদিন হাজতবাস করেছিলেন এ সংক্রান্ত নথি ২৩ আগস্টের আগেই হাইকোর্টের রেজিস্টারকে আদালতে দাখিল করতে বলা হয়।

আজ সেই নোটিসের ওপর শুনানি হয়।  শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ৩০ আগস্ট ধার্য করেন।

 আদালতে নিজাম হাজারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ ও নুরুল ইসলাম সুজন।  রিটের পক্ষে শুনানি করেন কামরুল হক সিদ্দিকী ও সত্য রঞ্জন মন্ডল।

শুনানিতে নিজাম হাজারীর আইনজীবীরা আদালতে বলেন, কারা কর্তৃপক্ষের প্রতিবেদন সঠিকভাবে দেয়া হয়নি।  এ প্রতিবেদন নিয়ে বিতর্ক আছে।  নিজাম হাজারী পুরো সাজা খেটেই বের হয়েছেন।  জনস্বার্থে এ রিট মামলা চলতে পারে না।

রিটকারী পক্ষের আইনজীবীরা আদালতে বলেন, নিজাম হাজারীর সাজা খাটা নিয়ে বিতর্ক আছে- এটা নিশ্চিত।  এখন কোর্টের দায়িত্ব হলো আসলেই তিনি কতদিন সাজা খেটেছেন, সাজা কম খেটেছেন কি-না তা বের করা।  এ অবস্থায় তার সংসদ সদস্য পদ থাকে কি-না তার বিচার করা।

এর আগে ১৯ জুলাই হাইকোর্টের আদেশ অনুযায়ী আড়াই বছর সাজা কম খেটে বেরিয়ে আসেন মর্মে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেন কারাকর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়, ১০ বছরের সাজার মধ্যে তিনি সাজা খেটেছেন ৫ বছর ৮ মাস ১৯ দিন।

 ঊল্লেখ্য, ‘সাজা কম খেটেই বেরিয়ে আসেন সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়।  এ প্রতিবেদন যুক্ত করে নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া।  
২৩ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে