ঢাকা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ বলে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ৩০ নভেম্বর ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ দিন ধার্য করেন।
গত ২০১৫ সালের ২৩ মার্চ সোমবার ঢাকা মহানগর হাকিম মো. ইউনুস খানের আদালতে মামলাটি দায়ের করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজম্মলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর করিম আরিফ।
আদালত মামলার বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ উপদেষ্টা ও বিএনপির বৈদেশিক দুত জাহিদ সরদার সাদীকে আসামি করা হয়েছে।
মামলার আরর্জিতে বলা হয়েছে, গত বছরের ১১ নভেম্বর পূর্ব লন্ডনের আট্রিয়াম হলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লন্ডন বিএনপি শাখা আয়োজিত সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন ও মানহানিকর বক্তব্য দেন।
তারেক রহমান তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন। তিনি বঙ্গবন্ধু নন ‘পাকবন্ধু।’
পরের দিন বিভিন্ন গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রকাশিত হয়। তার এ বক্তব্যে আওয়ামী লীগের একশ’ কোটি টাকার সম্মানহানি হয়েছে দাবি করে দণ্ডবিধি ৪৯৯/৫০০/৫০১ ধারায় তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা হয়।
২৩ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম