মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬, ০৮:১৪:৫১

গুলশান রেস্টুরেন্টের জঙ্গিরা তাদেরই সন্তান

গুলশান রেস্টুরেন্টের জঙ্গিরা তাদেরই সন্তান

   ঢাকা : রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে কমান্ডো অভিযানে নিহত ৬ জন তাদেরই সন্তান।  ডিএনএ'র নমুনা তাদের স্বজনদের সঙ্গে মিলেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, গুলশান হামলায় নিহত ছয় জঙ্গি এবং তাদের পরিবারের সদস‌্যদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল।

পরীক্ষা-নিরীক্ষার পর পরিবারের সদস্যদের ডিএনএ'র সঙ্গে ছয়জনের ডিএনএ মিলেছে।

উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালায় জঙ্গিরা।  এসময় ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে তারা।

তাদের ঠেকাতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। প্রায় ১২ ঘণ্টা পর সশস্ত্র বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গিসহ ৬ জন।

৬ জনের একজন হলেন হলি আর্টিজানের শেফ সাইফুল ইসলাম চৌকিদার।  তাকে জঙ্গিদের সহযোগী বলে দাবি করে আসছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একই রেস্টুরেন্টের কর্মচারী জাকির হোসেন শাওন।  তাকেও জঙ্গিদের সহযোগী সন্দেহে মৃত্যুর আগ পর্যন্ত পুলিশ পাহারায় রাখা হয়েছিল।
২৩ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে