ঢাকা : ২০১৭ সালের শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের সব পাঠ্যপুস্তকের প্রচ্ছদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বই বিতরণের ছবি দেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে কভার পৃষ্ঠায় ‘মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’ স্লোগান অন্তর্ভুক্ত করার ও সুপারিশ করা হয়।
মঙ্গলবার তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে অনুষ্ঠিত জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান,আ খ ম জাহাঙ্গীর হোসাইন,মো. নজরুল ইসলাম বাবু, মোহাম্মদ ইলিয়াছ এবং উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে উপানুষ্ঠানিক শিক্ষার সার্বিক কার্যক্রম, এনসিটিবি কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের বই ছাপানোর বিষয়ে এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ কার্যক্রম সম্পর্কে আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে সব পিটিআইতে কম্পিউটার ল্যাব ও গাড়ি প্রদানের ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। ২০১৭ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক স্তরের বিনামূল্যের টিচিং প্যাকেজ মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের আন্তর্জাতিক দরপত্র মূল্যায়ন কমিটির সিদ্ধান্তে স্বচ্ছতা রাখার সুপারিশ করা হয়।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ূন খালিদসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৩ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম