ঢাকা : পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মাল্টিপল চয়েজ কোশ্চেন (এমসিকিউ) পদ্ধতিতে প্রশ্নপত্রের ধরন, কৌশল, নিয়ম-কানুন এবং প্রণয়ন প্রক্রিয়া পরিবর্তন ও আধুনিকায়নের সুপারিশ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মঙ্গলবার গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অডিটরিয়ামে এক কর্মশালায় এমন সুপারিশ ও পরামর্শ দেয়া হয়।
অনুষ্ঠানের সভাপতি ইউজিসির সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বর্তমান এমসিকিউ পরীক্ষা পদ্ধতির পরিবর্তন আনা দরকার।
তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্নভাবে প্রশ্ন প্রণয়ন করা হচ্ছে। এ কারণে সঠিকভাবে মেধার যাচাই সম্ভব হচ্ছে না। এতে অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, উচ্চশিক্ষায় একই রকম প্রশ্ন পদ্ধতির প্রবর্তন প্রয়োজন। সবাইকে উচ্চশিক্ষা নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।
তিনি বলেন, বিশ্বের কোথাও এমন নিয়ম নেই। কারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, সে বিষয়ে নতুন করে ভাবনার সময় এসেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অভিন্ন প্রশ্ন পদ্ধতি চালুর পরামর্শ দেন তিনি।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত কাজের সাথে জড়িত শিক্ষকদের পর্যাপ্ত আধুনিক জ্ঞান ও দক্ষতায় পারদর্শী হওয়া জরুরি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউজিসির সদস্য ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, অধ্যাপক ড. এম. শাহ্ নওয়াজ আলি, এনডিসি প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, পাবনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল নাকিব, গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক ড. এম. মোজাহার আলী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপ-উপাচার্য, ট্রেজারার, সিনিয়র প্রফেসর এবং ইউজিসি ও উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের কর্মকর্তারা।
২৩ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম