নিউজ ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবির মহিলা শাখার প্রশিক্ষকসহ পাঁচজনকে আটকে করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। তাদের কাছ থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
টঙ্গি ও গাজীপুর থেকে তাদের আটক করা হয় বলে বুধবার র্যাব একটি ক্ষুদে বার্তায় জানিয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন।
র্যাব জানিয়েছে, আটককৃতদের মধ্যে জেএমবি মহিলা শাখার প্রশিক্ষক রাশেদুজ্জামান রোজ রয়েছেন। তিনি দলটির দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির বলেও জানিয়েছে র্যাব।
গত সপ্তাহেই আগে জেএমবির চারজন নারী জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করে র্যাব, যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
র্যাব জানিয়েছিল, ওই চারজনকে গাজীপুরের সাইনবোর্ড, মগবাজার ও মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জেএমবির নেত্রী আকলিমা রহমান, ঐশী, মৌ ও মেঘলা।
এর আগে সিরাজগঞ্জ থেকে জেএমবি-র ৪ জন নারী সদস্যকে আটক করার কথা জানিয়েছিল গোয়েন্দা পুলিশ।
২৪ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম