নিউজ ডেস্ক : প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার প্রধান আসামি মইনুল ইসলাম শামীম ওরফে সিফাত ওরফে ইমরানকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে গাজীপুরের টঙ্গিতে চেরাগ আলী মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইউসুফ আলী এই তথ্য নিশ্চিত করেন।
বুধবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করা হবে।
উল্লেখ্য, গত বছর ৩১ অক্টোবর বিকালে শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে খুন হন ফয়সল আরেফিন দীপন। ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ছিলেন তিনি।
২৪ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম