বুধবার, ২৪ আগস্ট, ২০১৬, ১১:২৯:৫৯

বিকেলে খালেদার সংবাদ সম্মেলন

বিকেলে খালেদার সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক : আজ বুধবার বিকাল সাড়ে চারটায় সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা খালেদা জিয়া। গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করবেন তিনি।

বিএনপি সূত্রে জানা গেছে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন খালেদা জিয়া।

সূত্র আরো জানায়, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রতিবাদে সংবাদ সম্মেলন থেকেই কর্মসূচি ঘোষণা করতে পারেন খালেদা জিয়া। এছাড়া জাতীয় ঐক্যসহ দেশের চলমান পরিস্থিতি নিয়েও কথা বলবেন তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা-পর্যালোচনার পর রামপাল বিদ্যুৎ প্রকল্প নির্মাণ ও গ্যাসের দাম বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদে কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত হয়। তারই প্রেক্ষিতে রোববার অনুষ্ঠিত জোটের বৈঠকে আলোচনার পর কর্মসূচির ঘোষণার বিষয়টি চূড়ান্ত হয়। জোটের নেতারা বিএনপি চেয়ারপারসনের উপর কর্মসূচি নির্ধারণের দায়িত্ব দেন। সর্বশেষ গতকাল রাতে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা।
২৪ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে