বুধবার, ২৪ আগস্ট, ২০১৬, ১২:১৯:০৮

আসামে ৪ সন্দেহভাজন বাংলাদেশি জঙ্গি আটক, দাবি ভারতীয় পুলিশের

আসামে ৪ সন্দেহভাজন বাংলাদেশি জঙ্গি আটক, দাবি ভারতীয় পুলিশের

নিউজ ডেস্ক : ভারতের আসামে চার সন্দেহভাজন বাংলাদেশি জঙ্গিকে আটক করার কথা জানিয়েছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার করিমগঞ্জের নিলাম বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

করিমগঞ্জের পুলিশ সুপার পিআর কার জানান, আটক হওয়া সন্দেহভাজন জঙ্গিদের কাছ থেকে একটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি এবং তাদের গতিবিধি সম্পর্কে আরও বেশি তথ্য পাওয়া যাবে বলে মনে হচ্ছে’।

পিআর কার আরও জানান ওই চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য গুয়াহাটি থেকে একটি বিশেষ দল আসাম যাবে।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, গত ১৪ আগস্ট পাঁচ সন্দেহভাজন জঙ্গি মেঘালয়া সীমান্ত পাড়ি দেয়। পরে তারা কালিগঞ্জ এলাকার একটি ভাড়া বাড়িতে আশ্রয় নেয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
২৪ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে