নিউজ ডেস্ক : রিজেন্ট এয়ারের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় বাংলাদেশ থেকে সিঙ্গাপুরগামী বিমানর নোজ হুইলে আগুন লেগে যায়।
শাহজালাল বিমানবন্দরের পরিচালক জাকির হাসান নিশ্চিত করেছেন, দুর্ঘটনার পর ইমারজেন্সি দরজা দিয়ে যাত্রীদের বের করে আনার সময় হুড়োহুড়িতে এক নারী যাত্রী আহত হয়েছেন। তার নাম রোজি ইসলাম।
এ দুর্ঘটনার ফলে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা পৌনে ১২টা থেকে প্রায় ১ ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমনাটি উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে নোজ হুইলে সমস্যা দেখা দেয়। এছাড়া বিমানটির পেছনের অংশের ডান দিকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। দুর্ঘটনা কবলিত বিমানটির উড্ডয়ন তাত্ক্ষণিক বাতিল করা হয়। পরে বিমান বাহিনীর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মেম্বার অপারেশন অ্যান্ড প্লানিং মোস্তাফিজুর রহমান বলেন, ‘রিজেন্ট এয়ারের একটি বিমান উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে নোজ হুইলে সমস্যা দেখা দেয়। উড্ডয়ন বাতিল করে পাইলট বিমানটিকে রানওয়ের ওপর দাঁড় করান। ফলে প্রায় ১ ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকে। বিষয়টি তদন্ত করা হবে।’
২৪ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম