বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০১৫, ০৫:২৮:০২

ধেয়ে আসছে বড় ধরণের হারিকেন ‘জোয়াকুইন’

ধেয়ে আসছে বড় ধরণের হারিকেন ‘জোয়াকুইন’

নিউজ ডেস্ক: জোয়াকুইন বুধবার তিন ক্যাটাগরির বড় ধরনের হারিকেনে রূপ নিয়েছে। এটি বাহামার দিকে অগ্রসর হওয়ার সময় এই শক্তি সঞ্চয় করে। প্রচন্ড শক্তিশালী এই ঝড়টি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে তিব্র গতিতে ধেয়ে আসছে বলে আমেরিকান আবহাওয়া পূর্বাভাসকারীরা সতর্ক করেছেন।খবর এএফপি।

মায়ামি ভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টারের বরাত দিয়ে খবরে বলা হয়, ঝড়টির গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ ১১৫ মাইল (১৮৫কিলোমিটার)। এটি বাহামার সান সালবাদোর থেকে প্রায় ৯০ মাইল (১৪৫ কিলোমিটার) পূর্বে অবস্থান করছে।

এদিকে, আজ সকাল ৯টা থেকে আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর। আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায় এবং বরিশাল, ঢাকা এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৫০ মিনিটে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাংশ হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর-বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।
১ অক্টোবর,  ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে