বুধবার, ২৪ আগস্ট, ২০১৬, ০৪:৫৪:১২

ভূমিকম্পে কেঁপে উঠল সারা দেশ

ভূমিকম্পে কেঁপে উঠল সারা দেশ

ঢাকা : রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) বাংলাদেশ সময়বিকেল ৪ টা ৪০ মিনিটে এ ভূমিকম্প আঘাত আনে। প্রায় ১০ থেকে ১২ সেকেন্ড এ কম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮।

এ সময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে এবং ভয়ে রাস্তায় নেমে আসতে দেখা গেছে।

তবে তাৎক্ষণিকভাবে দেশের কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মিয়ানমারে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সে তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ‌্যমগুলো প্রাথমিকভাবে জানাতে পারেনি।

এদিকে ঢাকা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা।

উল্লেখ্য, আজ (বুধবার) ভোরে ইতালিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে সর্বশেষ ৩৮ জনের মৃত্যুর হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া গতকাল মঙ্গলবার সকাল ৮টা ১৫ মিনিটের দিকেও সারাদেশে মৃদু কম্পন অনুভূত হয়।
২৪ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে