ঢাকা : রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে বেশ কয়েক সেকেন্ড ভূমিকম্পটি স্থায়ী হয়।
এ সময় আতঙ্কে লোকজন রাস্তায় নেমে আসে।
আবহওয়া অধিদফতরের ভূমিকম্প পরিমাপক কেন্দ্রের আবহাওয়াবিদ জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, রিখটার স্কেলে ভূমিকম্পটি ৭ মাত্রার।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের চক শহর। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮।
২৪ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম