বুধবার, ২৪ আগস্ট, ২০১৬, ০৫:৩৩:৫৬

গতকাল ছিল ৫.৩, আজ ৬.৮ মাত্রার ভূমিকম্প

গতকাল ছিল ৫.৩, আজ ৬.৮ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক : গতকাল মঙ্গলবার ও আজ বুধবার রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে।  এতে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গতকাল রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩ এবং আজ ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে দেশ।

ভূমিকম্পে রাজধানীতে আতঙ্কিত মানুষ রাস্তায় নেমে আসে।  অনেক ভবনের ছাদে অবস্থান নেয়।

বুধবার বিকেল ৪টা ৩৮ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অফিসের সহকারী আবহওয়াবিদ মুস্তাফিজার রহমান জানান, রিখটার স্কেলে আজকের ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮।  এর উৎপত্তিস্থল মিয়ানমারের চক শহরে।

এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৮টা ১১ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়।

মঙ্গলবার রিখটার স্কেলে ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৩।  ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে।  ঢাকার আগারগাঁওয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪০৯ কিলোমিটার পূর্বে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে গতকালের ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।  এর উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইক থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে।

বুধবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের চক শহর।  রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮।
২৪ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে