বুধবার, ২৪ আগস্ট, ২০১৬, ০৬:০৫:৪৯

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি খালেদার

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি খালেদার

ঢাকা : রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার বিকেলে গুলশানের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

বিএনপি স্থায়ী কমিটি ও ২০-দলীয় জোটের বৈঠকে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী সংবাদ সম্মেলনে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, গ্যাসের মূল্যবৃদ্ধির সরকারি পরিকল্পনা এবং দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
খালেদা জিয়া বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত দেশবিরোধী ও গণবিরোধী।  দক্ষিণাঞ্চলে বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে সুন্দরবন ধ্বংস হলে বাংলাদেশ আর বাসযোগ্য থাকবে না।

রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে কোনো কর্মসূচি ঘোষণা দেননি খালেদা জিয়া।

তিনি বলেন, একদিকে পদ্মা, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি প্রবাহ মারাত্মকভাবে কমে গেছে অন্যদিকে  দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ব্যাপক মরুকরণ শুরু হয়েছে।  

খালেদা জিয়া বলেন, বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জায়গা অনেক আছে।  তবে সুন্দরবনের কোনো বিকল্প নেই।
সুন্দরবনের এত কাছে স্থাপিত কয়লা বিদ্যুৎ প্রকল্পের অনিবার্য অশুভ ও মারাত্মক ক্ষতিকর।  

তিনি বলেন, এ কেন্দ্র হলে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ধ্বংস হবে এবং পরিবেশ নষ্ট হবে, পানি দূষিত হবে।  বনাঞ্চলের পশু পাখির জীবনচক্র ক্ষতির মধ্যে পড়বে।

খালেদা জিয়া বলেন, জনগণের চাহিদা মেটানোর জন্য বিদ্যুৎ উৎপাদন সময়ের দাবি।  কিন্তু সেই উদ্যোগ বাস্তবায়নে জনস্বার্থ বা জাতীয় স্বার্থ বিসর্জন দেয়ার কোনো সুযোগ নেই।
২৪ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে