বুধবার, ২৪ আগস্ট, ২০১৬, ০৯:৪৫:২১

ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

ঢাকা : জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।  আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে প্রধান জামাত।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঈদের জামাত স্থানান্তরের বিষয়টি তদারক করবেন ঢাকার বিভাগীয় কমিশনার।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ধর্মসচিব মো. আবদুল জলিলের সভাপতিত্বে সভায় ঢাকার দুই সিটি মেয়র এবং গণপূর্ত মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধর্মসচিব বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ অথবা ১৩ সেপ্টেম্বর ঈদুল আজহা পালিত হবে।
২৪ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে