ঢাকা : রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলী। কোরবানি উপলক্ষে ঢাকার আশপাশের খামারিরা এরই মধ্যে খামারের পশু আনতে শুরু করেছেন এ হাটে।
দেশি-বিদেশি নানা জাতের গরুর ভিড়ে হাটের মধ্যমণি হয়ে উঠেছে নেপালি হরিণা গরু। অবিকল চিত্রা হরিণের মতো দেখতে গরুটি নজর কাড়ছে সবার।
চিত্রা হরিণের মতো দেখতে মাঝারি সাইজের গরুটির সারা শরীরই লাল রংয়ের মধ্যে গোলগোল সাদা ছাপে ভরা। ছিমছাম শরীরে পেটের দিকটা চাপা আর মাথার সাইজ কিছুটা লম্বাটে ও ছোট।
গরু ব্যবসায়ী মানিকগঞ্জের বাগবাড়িয়ার জয় মাহমুদ জানান, গরুটির বয়স চার বছর। গত বছরই মোহাম্মদপুরের খামারি ইমরান হোসেন গরুটি লালমনিরহাটের এক গরু ব্যবসায়ীর কাছ থেকে কিনে নেন।
তিনি জানান, তিনি তার খামারে এক বছর লালন পালনের পর কোরবানি উপলক্ষে এবার হাটে এনেছেন। এরই মধ্যে প্রতিদিনই গরুটি দেখতে প্রচুর দর্শনার্থী হাটে আসছেন।
তবে এখনই হরিণা গরুটি বিক্রিতে রাজি হচ্ছেন না খামার মালিক ইমরান।
জয় জানান, অবিকল হরিণের মতো দেখতে মাঝারি সাইজের হরিণা গরুটির দাম হাঁকানো না হলেও উৎসাহী ক্রেতারা নিজে থেকেই দেড় লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত দাম করছেন।
তিনি জানান, এক সময় নেপাল থেকে হরহামেশাই এ জাতের গরু নিয়ে আসতেন পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রামের গরু ব্যবসায়ীরা। কিন্তু বর্তমানে ভারতীয় সীমান্তে গরু পারাপার বন্ধ থাকায় এ জাতের গরু খুব কম দেখা যায়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ অথবা ১৩ সেপ্টেম্বর ঈদুল আজহা পালিত হবে।
২৪ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম