বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬, ১২:০২:৪৫

কাঁদতে কাঁদতে আমাদের চোখের জল শুকিয়ে গেছে : ওবায়দুল কাদের

কাঁদতে কাঁদতে আমাদের চোখের জল শুকিয়ে গেছে : ওবায়দুল কাদের

ঢাকা : বিএনপি মহাসচিবকে উদ্দেশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নেতাকর্মীদের নির্যাতন দেখে আপনার চোখে জল আসে।  ৪১ বছর ধরে কাঁদতে কাঁদতে আমাদের চোখের জল শুকিয়ে গেছে।  আমরা কাঁদতে ভুলে গেছি।’

বুধবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের বর্তমান অবস্থা বর্ণনা করার সময় কেঁদে ফেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘নেতা-কর্মীদের নির্যাতন দেখে আপনার (মির্জা ফখরুল ইসলাম) চোখে জল আসে।  পঁচাত্তর থেকে ৪১ হাজার আওয়ামী লীগের নেতা-কর্মীদের রক্তে রঞ্জিত আপনাদের হাত।  এখন কার জন্য মায়াকান্না করছেন?’

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নামের দলের মুড হচ্ছে নন-ইস্যুকে ইস্যু এবং বিতর্ক সৃষ্টি করা।  বিতর্কই এখন বিএনপির প্রাণ।  আন্দোলনের মরা গাঙ্গে জোয়ার আজ আসে না।  বিএনপির আন্দোলনের ডাক এখণ হাসি-মশকরার বিষয় হয়ে গেছে।

তিনি বলেন, ‘রোজার পর, পরীক্ষার পর, ঈদের পর সর্বাত্মক আন্দোলন হবে।  আন্দোলন আর আসে না। এ বছর না ওই বছর, আন্দোলন হবে কোন বছর?’

সেতুমন্ত্রী বলেন, ‌‘যার নিজের ঘরে ঐক্য নেই, তিনি দিচ্ছেন জাতীয় ঐক্যের ডাক।  বিএনপি নেত্রী গণতন্ত্রের জন্য চাপ দিচ্ছেন।  যার নিজের দলেই গণতন্ত্র নেই, তিনি কীভাবে দেশে গণতন্ত্র করবেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতউল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি আজিজুল হক প্রমুখ।

১৫ আগস্ট ও ২১ আগস্ট হত্যাকাণ্ড প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, 'বিএনপি খুনিদের শুধু মদদই দেয়নি; তারা খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে পুরস্কৃত করেছে, বিদেশে পাঠিয়েছে। আজ পর্যন্ত অনেককে খুঁজেও পাওয়া যায়নি।'
২৪ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে