নিউজ ডেস্ক : আজ সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্যাপন করে থাকেন।
পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে পাশবিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুন্দরকে দমন করে সৃষ্টিকে রক্ষা এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।
জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। রাজধানীসহ সারা দেশের বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা, হরিনাম সংকীর্তন ও তারকব্রহ্ম নামযজ্ঞের আয়োজন করেছে হিন্দু সম্প্রদায়।
আজ ঢাকেশ্বরী মন্দিরে দেশ, জাতি ও বিশ্ব শান্তির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, জন্মাষ্টমী শোভাযাত্রা ও রাতে কৃষ্ণপূজা এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
ঢাকা রামকৃষ্ণ মিশন ও মঠে এবং আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) স্বামীবাগ আশ্রমেও কর্মসূচি পালিত হবে। এ ছাড়া জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বেদান্ত সাংস্কৃতিক মঞ্চ, শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান কমিটি, জাগো হিন্দু বাংলাদেশ ও বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে।
২৫ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস